হালিম Halim mix, recipe in bangla হালিমে বাজার থেকে ন কিনে নিজেই কিভাবে ঘরে বানাবেন জানতে ক্লিক করুন Halim Mix, From Recipe In Bangla. উপকরণ : হালিমের ডাল ও শস্য—পোলাওর চাউল পরিমাণ এক কাপ, মসুরের ডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, মাষকলাইয়ের ডাল আধা কাপ, মুগের ডাল আধা কাপ, গম আধা কাপ ও হালিমের মসলা ১ প্যাকেট। Halim mix হালিমের মাংস: মুরগির মাংস পরিমাণ ৫০০ গ্রাম, পিঁয়াজ মোটা করে কাটা এক কাপ, হলুদ গুঁড়ো এক টেবিল চামচ, মরিচের গুঁড়ো দুই চা চামচ, ধনিয়া গুঁড়ো এক চা চামচ, জিরা গুঁড়ো এক চা চামচ, আদাবাটা এক টেবিল চামচ, রসুনবাটা দুই চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো। হালিম সাজিয়ে পরিবেশনের উপাদান: ধনেপাতা কুচি এক কাপ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, পিঁয়াজ কুচি এক কাপ বেরেস্তা করা, আদা কুচি এক চামচ, তেঁতুলের পানি আধা কাপ ঘন করা, গাজর কুচি দুই টেবিল চামচ, শসা কুচি আধা কাপ, লেবুর টুকরো ৫-৬টি, ঘি এক টেবিল চামচ, লাল শুকনো মরিচ ভাজা দুই-তিনটি। প্রণালি: হালিমের ডাল ও শস্য একরাত্রি ভিজিয়ে রাখতে হবে। পরের দিন ডাল ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে অল্প ব্লেন্ড ...
- Get link
- X
- Other Apps